কাক
ইংরেজী নামঃ House Crow
বৈজ্ঞানিক
নামঃ Corvus splendens
কাক পরিচিতিঃ

কাকের বারিঃ
কাকের বাড়ি বা বাসা তৈরিও অনেকটা বিচিত্র । এরা
সাধারনত গাছের ডালে, রাস্তার ধারে বৈদ্যুতের খুঁটি, ল্যাম্প পোস্ট ইত্যাদির উপর
ডাল, লতা পাতা গুণা কাঁঠি এমন কি কাপড় শুকানর কিলিপ হাঙ্গার ইত্যাদি দারা তাদের
বাসা বা ঘর বানিয়ে থাকেন ।
খাবার হিসাবে আগেই বলেছি কাক মানুষের খাবারের
উচ্ছিষ্টই বেসি খায় এছাড়া ইদুর,ছোট পাখি হাঁস মুরগির বাচ্চা এগুলো ও খেএ থাকে ।
কাক কাকাকা করেই ডাকে ভোর বেলা ও কার দ্বারা আক্রান্ত
হলে কাক বেশি ডাকে।
‘কাক সম্পর্কে আরো জানতে আমার
পরবর্তী কাক সম্পর্কিত ইংরেজী ব্লগটি পড়ুন’
ReplyDeleteHouse crow Bird Photos Images Free Download