Bangladesher Pakhi

Bangladesher Pakhi

Saturday, February 2, 2013

Birds of Bangladesh



বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ এই দেশের দক্ষিণ অঞ্চল সমুদ্র দারা বেষ্টিত, যা কিনা একটি বৃহৎ বদ্বীপ হিসেবে পরিচিত। বদ্বীপ হবার কারণে এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভুমিরুপে আবিরর্ভূত ছিল। ছিল বলছি এই সর্তে প্রাকৃতিক লীলা ভূমির অধিকাংশই আজ বিলুপ্তির পথে আর এই প্রাকৃতিক লীলাভূমি বিলুপ্তির কারণেই এই দেশের অধিকাংশ পশু,পাখি ও বিলুপ্তির পথে। আমার ব্লগ লিখার মুল উদ্দেশ্য হচ্ছে আমাদের পাখি দের সম্বন্ধে কিছু লিখে আমাদের দেশের মানুষ কে জানানো যদিও আমি কোন পাখি গবেষক ও নই পাখি বিশারদ ও নই । আমি শুধু বই পত্র ও ইন্টারনেট খুঁজে খুঁজে শুধু বাংলাদেশি পাখি খুঁজছি ও পাখিদের সম্পর্কে জানছি। আপনারা ও আমাদের পাখিদের সম্পর্কে জানুন পাখি কে ভালবাসুন পাখি ও প্রাকৃতিক লীলাভূমি সংরক্ষনে এগিয়ে আসুন।